সিলেটের গোয়াইনঘাটে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতকাল দুপুরে উপজেলার বিছানাকান্দি এলাকার বগাইয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুবেনা বেগম (৩০) বগাইয়া গ্রামের আলী আহমদের স্ত্রী। স্থানীয় সূত্র জানায়, পারিবারিক কলহের জেরে আলী আহমদ স্ত্রী রুবেনাকে কুপিয়ে হত্যা করেন। পরে নিজের শরীরে দা দিয়ে কোপান।
ওসি তরিকুল ইসলাম জানান, ‘আলী আহমদ পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’