গাইবান্ধার গোবিন্দগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী মৎস্যজীবী লীগের উপজেলা সভাপতি এহেসান আলী আকন্দ তার দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। গতকাল দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের সরদারহাট (গাছবাড়ি) গ্রামে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। তিনি বলেন, ৭০ বছর বয়সে তাঁর পক্ষে আর রাজনীতিতে সক্রিয় থাকা সম্ভব নয়। তাই তিনি রাজনীতি থেকে অব্যাহতি চান।