ময়মনসিংহে দুটি হত্যা মামলায় তিন আসামির ফাঁসির আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজের পৃথক আদালত। একই সঙ্গে একজনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আসামিদের উপস্থিতিতে গতকাল রায় ঘোষণা করেন বিচারকরা। ফাঁসির আসামিরা হলেন- ঝালকাঠির নলছিটি ভাবানীপুরের আলাউদ্দিন (৪৩), তার স্ত্রী নাসরিন নেলী (৩২) ও ময়মনসিংহের ফুলপুর উপজেলার রুবেল মিয়া (৩৩)। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামির নাম দীন ইসলাম (২৩)। তিনি নরসিংদীর রায়পুর থানার আদিয়াবাদ দক্ষিণপাড়ার বাসিন্দা। আলাউদ্দিন ও নাসরিন ময়মনসিংহ নগরীর কাচিঝুলি এলাকায় পুলিশ সদস্য সাইফুল ইসলাম হত্যা মামলার আসামি।