প্রতারণা, অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের সাবেক দুই শীর্ষ কর্মকর্তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তারা হলেন- বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নূরুল আবছার ও সাবেক মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. নাসিবুজ্জামান তালুকদার। সোমবার ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শারমিন জাহান এ আদেশ দেন। ব্রাহ্মণবাড়িয়া কোর্ট পরিদর্শক মো. হাবিবুল্লাহ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, প্রতারণা, অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে ২০২৪ সালের ২২ নভেম্বর বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক (লিগ্যাল) মো. আবুল বাশার মিজি বাদী হয়ে বিজিএফসিএলের সাবেক সমন্বয় কর্মকর্তা এ টি এম শাহ আলম, সাবেক ব্যবস্থাপনা পরিচালক নূরুল আবছার এবং সাবেক মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. নাসিবুজ্জামান তালুকদারকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা করেন।