রাজবাড়ীতে ইজিবাইক ও ভ্যান ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তারা হলেন- মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ধোয়াইল গ্রামের নাদির বিশ্বাসের ছেলে মিজানুর রহমান ওরফে মিন্টু (৩৮) ও গোপালগঞ্জ জেলার মুকসেদপুর উপজেলার খান্দারপার গ্রামের সাকেম মুন্সীর ছেলে সাখাওয়াত মুন্সী (৩৫)। গতকাল বিষয়টি নিশ্চিত করে পুলিশ। এর আগে বুধবার মাগুরার ধোয়াইল থেকে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়।