ট্রেনে যাত্রীদের অজ্ঞান করে সর্বস্ব লুটে নেওয়া অজ্ঞান পার্টির এক সদস্য তার সঙ্গে থাকা জুস পান করে নিজেই জ্ঞান হারিয়ে ফেললেন। পরে তাকে আটক করে রেলওয়ে পুলিশের হাতে সোপর্দ করা হয়। সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে তার চিকিৎসা চলছে। গতকাল ভোরে খুলনা থেকে চিলাহাটি আসার পথে সৈয়দপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার অজ্ঞান পার্টির সদস্যের নাম ফুল মিয়া (৪৮)। রেলওয়ে পুলিশ জানায়, ফুল মিয়া ভোরে ওই ট্রেনে দুজন যাত্রী মা-মেয়েকে জুস খাইয়ে টাকা ও স্বর্ণালংকার চুরি করে পালানোর সময় যাত্রীরা ধরে ফেলেন। পরে তার কাছে থাকা অবশিষ্ট জুস তাকে খাওয়ানো হয়। জুস পান করেই ফুল মিয়া নিজেই অজ্ঞান হয়ে পড়েন। ওসি মাহমুদ উন নবী জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে।