গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদ থেকে অজ্ঞাত (২৫) এক যুবকের বিবস্ত্র অবস্থায় অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় নদের টঙ্গী বাজার গরুর হাট এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাহমুদুর রহমান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।