নারী ওয়ানডে বিশ্বকাপে রুদ্ধশ্বাস এক ম্যাচে শক্ত অবস্থানে থেকেও জয়ের খুব কাছ থেকে ফিরে যেতে হলো ভারতকে। রবিবার ইন্দোরে মাত্র ৪ রানের রোমাঞ্চকর জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড নারী দল।
টস জিতে আগে ব্যাটিং করা ইংল্যান্ডের নারী দল ৮ উইকেটে ২৮৮ রানের বড় স্কোর গড়েছিল। শুরুতেই ওপেনার ট্যামি বিউমন্ট ও জোন্সের জুটি ৭৩ রান যোগ করেছিল। ট্যামি ফিরলেও অধিনায়ক হিদার নাইট ব্যাট হাতে ঝড় তুলেন। ৯১ বলে ১৫ চারে ও এক ছয়ে তিনি অপরাজিত ১০৯ রান করেন। দলের অন্য ব্যাটসম্যানদের মধ্যে মাত্র ন্যাট ব্রান্ট (৩৮) উল্লেখযোগ্য পারফরম্যান্স দেখিয়েছিলেন।
জবাবে নামা ভারত তিন ব্যাটার ব্যতিক্রমী ইনিংস খেললেও জয় হাতছাড়া করল। স্মৃতি মান্ধানা ৮৮, অধিনায়ক হরমনপ্রীত কৌর ৭০ ও দীপ্তি শর্মা ৫০ রানের দৃঢ় ইনিংস খেললেও দলের সংগ্রহ থেমে যায় ২৮৪ রানে। শেষ ওভারে প্রয়োজন ছিল ১৪ রান, কিন্তু ৯ রান করার মধ্যেই শেষ হয়ে যায় ভারতের লড়াই।
এ বিজয়ের মাধ্যমে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার পর ইংল্যান্ড তৃতীয় দল হিসেবে নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা পাকা করল।
বিডি প্রতিদিন/মুসা