কচুরিপানার ফুল তুলতে গিয়ে খুলনার খালিশপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। খুলনা-যশোর রোডের খালিশপুর জাহাজ মোড় এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো আমেনা (৮) ও মোমেনা (৭)। তারা খালিশপুর রেল স্টেশন বস্তি এলাকার বাসিন্দা। খালিশপুর থানার ওসি মীর আতাহার আলী জানান, শিশু দুটির কেউ সাঁতার জানত না। পরিবারের সদস্যদের অজান্তে তারা ওই স্থানে পুকুরে কচুরিপানার ফুল তুলতে যায়। এ সময় দুজনই পানিতে ডুবে যায়।