নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ড্রেনে গ্যাস বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এ ঘটনায় দুই নারীসহ কমপক্ষে পাঁচজন আহত হন। গতকাল পাইনাদী সিআইখোলা বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে ড্রেনের স্লাপ ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা বলছেন, বিস্ফোরণে ড্রেনের কোনো কোনো স্লাব তিন ফুট ওপরে উঠে যায়। এ সময় পুরো বউবাজার এলাকা কেঁপে ওঠে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিটির কনজারভেন্সি অফিসার বাবুল শ্যামল পাল বলেন, খবর পেয়ে আমাদের লোকজন ঘটনাস্থলে গিয়েছিল।