পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে পাথর ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল দুপুরে ভজনপুর ইউনিয়নের গণাগছ এলাকায় করতোয়া নদীতে এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরু। এ সময় পরিবেশ বিধ্বংসী পাঁচটি অবৈধ মোডিফাইড ড্রেজার মেশিন, চারটি পাম্প, আনুমানিক ৩২০ ফুট পাইপসহ আনুষঙ্গিক মালামাল জব্দ করা হয়।
এসব অবৈধ মেশিনের মালিকেরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য তেঁতুলিয়া মডেল থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়। এ সময় উপস্থিত স্থানীয়দের অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে উদ্বুদ্ধ করা হয়।
ইউএনও আফরোজ শাহীন খসরু জানান, অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স অবস্থান নিয়েছে। তারা যে পরিচয়েরই হোক না কেন ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে পাথর তোলার সঙ্গে জড়িত থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ, ভজনপুর বিজিবি ক্যাম্পের সদস্য ও গ্রামপুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।