নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগর। ঢেউ আছড়ে পড়ছে তীরে। গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে গতকাল সকাল ৯টা পর্যন্ত কলাপাড়ায় ৬৫.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। জনজীবনে চরম ভোগান্তি নেমে এসেছে। সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে নিম্নআয়ের খেটে খাওয়া শ্রমজীবীরা। অধিকাংশ মাছধরা ট্রলার খাপড়াভাঙ্গা নদীর দুই তীরে মহিপুর, আলীপুরের ঘাটে নোঙর করেছেন জেলেরা। মৎস্য আড়ত নেতা মো. দিদার উদ্দিন আহম্মেদ মাসুম সাংবাদিকদের বলেন, জেলেরা জাল তুলে শূন্য হাতে ঘাটে ফিরে আসতে বাধ্য হয়েছে।
নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো বা দমকা হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা করছে আহাওয়া অফিস। পায়রাসহ দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছধরা ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।