ফরিদপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচারনার অংশ হিসাবে সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা। জেলা সিনিয়র তথ্য অফিসার মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, ইউনিসেফের বরিশাল বিভাগের প্রধান আনোয়ার হোসেন, মেডিকেল অফিসার আলামিন সারোয়ার।
কর্মশালায় টাইফয়েড টিকাদানের বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। এসময় ফরিদপুরে কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল