রাজবাড়ীর গোয়ালন্দে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ৯ জেলেকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের ভাটিতে কলাবাগান নামক এলাকায় অভিযানকালে তাদের গ্রেফতার করা হয়।
বুধবার দুপুরে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ফরিদপুর জেলার রুহুল আমিন (৩৩), ইসহাক মোল্লা (৪০), সালাম মোল্লা (৩৬), ওবায়দুল সরদার (৩০), ফজল মোল্লা (৩৫), সুরমান মোল্লা (৩২), আলমগীর হোসেন (৩০) এবং গোয়ালন্দ উপজেলার মোতালেব কাজী (৪৫ ও বাচ্চু সরদার (৩৫)।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, ‘ ইলিশ ও জালসহ ৯ জেলেকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনি পৃথক দুইটি মামলা দায়ে করা হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।’
বিডি প্রতিদিন/এএম