পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আগামী বছর পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসর আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। রমজানের পর এপ্রিল ও মে মাসে টুর্নামেন্টটি আয়োজনের পরিকল্পনা করছে বোর্ড। এবার পিএসএলে যুক্ত হতে পারে আরও দুটি নতুন দল এমনটিই জানাচ্ছে পাকিস্তানের গণমাধ্যমগুলো।
তবে এখনো পিএসএল ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে পিসিবির কোনো আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়নি। একইসঙ্গে বোর্ড ও ফ্র্যাঞ্চাইজি মালিকদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতপার্থক্যও রয়ে গেছে বলে জানা গেছে।
প্রথানুযায়ী, পিএসএল সাধারণত ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হয়ে থাকে। কিন্তু ২০২৬ সালের শুরুতেই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই সেবার ওই সময়সূচিতে পিএসএল আয়োজন করা সম্ভব নয়। বিকল্প হিসেবে রমজান শেষ হওয়ার পর এপ্রিল-মে মাসে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনায় এগোচ্ছে পিসিবি।
বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে পাকিস্তান দল আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে, এরপর বাংলাদেশ সফরে দুটি টেস্ট ম্যাচে অংশ নেবে।
অন্যদিকে, আইপিএলের ২০২৬ মৌসুম শুরু হবে ১৫ মার্চ থেকে এবং চলবে ৩১ মে পর্যন্ত। ফলে পিএসএলের নতুন সময়সূচি আবারও আইপিএলের সঙ্গে আংশিকভাবে সংঘর্ষে পড়তে পারে। তবে দুটি নতুন দল যুক্ত হলে টুর্নামেন্টের পরিধি ও আকর্ষণ আরও বাড়বে বলেই মনে করছে বিশ্লেষকরা।
বিডি প্রতিদিন/মুসা