ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলতি মৌসুমে আমন ধান আবাদে ব্যস্ত সময় পার করছে কৃষক। তারা এখন হালচাষ, সেচ পানি দিয়ে জমি প্রস্তুত ও চারা রোপণে ব্যস্ত।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় চলতি মৌসুমে ৪ হাজার ৪১২ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমন ধান রোপণের জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে ৯০০ কৃষককে ৫ কেজি বীজ ধান, ১০ কেজি এমওপি এবং ১০ কেজি ডিওপি সার প্রণোদনা দেওয়া হয়।
পৌর এলাকার তারাগন, দেবগ্রাম, নারায়ণপুর উপজেলার হীরাপুর, বাউতলা, উমেদপুর, ধাতুরপহেলাসহ বিভিন্ন স্থানে দেখা যায়, কৃষকরা জমি প্রস্তুত, চারা উত্তোলন ও রোপণের কাজে ব্যস্ত। তবে শ্রমিক সংকট থাকায় মজুরি বৃদ্ধি পেয়েছে বলে জানান কৃষকরা।
উপজেলা মোগড়া ইউনিয়নের ধাতুরপহেলা গ্রামের মো. মুর্শেদ মিয়া বলেন, সাড়ে ৩ বিঘা জমিতে আমন ধান আবাদ তরতে চান তিনি। জমি প্রস্তুত করা হয়েছে। দু-একদিনের মধ্যে চারা লাগানো শেষ হবে।
কৃষক মো. আলম মিয়া বলেন, এক বিঘা জমিতে ট্রাক্টর দিয়ে চাষ দিতে ৫০০ টাকা দিতে হয়। আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, এ মৌসুমে সময়মতো বৃষ্টিপাত হয়েছে। কৃষকরা আমন ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন।