মধ্যপ্রাচ্যভিত্তিক এয়ারলাইন্স এমিরেটস তাদের সব ফ্লাইটে পাওয়ার ব্যাংক ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। বুধবার (১ অক্টোবর) থেকে কার্যকর হওয়া এই নতুন নিয়ম অনুযায়ী, যাত্রীরা কেবলমাত্র পাওয়ার ব্যাংক বহন করতে পারবেন তবে প্লেনের ভেতরে তা ব্যবহার করতে পারবেন না।
এক ঘোষণায় এমিরেটস জানায়, যাত্রীদের জন্য প্রতিটি সিটেই চার্জিং সুবিধা রাখা হয়েছে। দীর্ঘ ভ্রমণের জন্য যাত্রীদের ডিভাইস সম্পূর্ণ চার্জ করে আনার পরামর্শ দেওয়া হয়।
নতুন নিয়ম
-
যাত্রীরা সর্বোচ্চ ১০০ ওয়াট আওয়ারের নিচে ক্ষমতাসম্পন্ন পাওয়ার ব্যাংক বহন করতে পারবেন।
-
প্লেনের ভেতরে কোনো ডিভাইস পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ দেওয়া যাবে না।
-
পাওয়ার ব্যাংককে কোনো ডিভাইস দিয়েও চার্জ করা যাবে না।
-
ওভারহেড স্টোরেজ বিনে (কেবিন ব্যাগ রাখার জায়গা) পাওয়ার ব্যাংক রাখা যাবে না, বরং সিটের পকেট বা সামনের সিটের নিচে রাখা ব্যাগে রাখতে হবে।
-
চেক-ইন লাগেজে পাওয়ার ব্যাংক বহন করার নিষেধাজ্ঞা পূর্বের মতো বহাল থাকবে।
ঝুঁকি ও কারণ
এমিরেটসের ব্যাখ্যায় বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে যাত্রীদের মধ্যে পাওয়ার ব্যাংকের ব্যবহার বাড়ছে। এর ফলে বৈশ্বিক এভিয়েশন খাতে লিথিয়াম ব্যাটারি-সম্পর্কিত ঘটনা বেড়েছে। যদি ব্যাটারি অতিরিক্ত চার্জ হয় বা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ‘থার্মাল রানঅ্যাওয়ে’ নামক প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত ও নিয়ন্ত্রণহীনভাবে তাপমাত্রা বেড়ে গিয়ে অগ্নিকাণ্ড, বিস্ফোরণ বা বিষাক্ত গ্যাস নির্গমন ঘটতে পারে।
বেশিরভাগ উন্নত ডিভাইসে ‘ট্রিকল সিস্টেম’ থাকলেও সাধারণ পাওয়ার ব্যাংকে সেটি অনুপস্থিত। ফলে ঝুঁকি বেশি থাকে। এমিরেটসের মতে, যাত্রীদের কাছে সহজে পৌঁছানো যায় এমন স্থানে পাওয়ার ব্যাংক রাখলে জরুরি পরিস্থিতিতে কেবিন ক্রুরা দ্রুত পদক্ষেপ নিতে পারবেন।
বিডি প্রতিদিন/আশিক