আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বাগেরহাটে পালিত হয়েছে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে শহরের স্বাধীনতা উদ্যানে জেলা ওলামা দলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ওলামা দলের আহ্বায়ক আলহাজ্ব শেখ হেমায়েত উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় গবেষণা সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।
সভায় আরও বক্তব্য দেন- জেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক জেলা সভাপতি এম এ সালাম, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম, তাঁতীদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সদর থানা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, জেলা বিএনপি নেতা মনিরুল ইসলাম খান, জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা জাহিদুল ইসলাম, কৃষক দলের আহ্বায়ক সৈয়দ আসাফুদ্দৌলা জুয়েল, ও ছাত্রদলের সাবেক সহ-সভাপতি গোলাম রসুল তরফদার লেওয়াজ প্রমুখ।
বিডি প্রতিদিন/জামশেদ