কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর বলেছেন, মানিকগঞ্জ অসাম্প্রদায়িক জেলা। এ জেলায় ধর্ম নিয়ে কোনো দ্বন্দ্ব সংঘাত নেই। ধর্ম যার যার দেশ সবার। সবার আগে দেশকে ভালোবাসতে হবে। তিনি আরও বলেন, ৫ আগস্টের পর থেকে বিপ্লবী নেতা তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতা-কর্মীরা সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছে।
গতকাল দুপুর থেকে রাত পর্যন্ত ঘিওর, শিবালয় ও দৌলতপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি পূজামণ্ডপে আর্থিক সহযোগিতা করেন। জেলা ও স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা এ সময় তার সঙ্গে ছিলেন।