ইসরায়েলি নৌবাহিনীর দ্বারা ‘সামুদ ফ্লোটিলা’ আটকের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় চলমান ‘ভয়াবহ মানবিক সংকট’ নিরসনে ইসরায়েলকে দায়িত্ব নিতে হবে।
পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে বলা হয়, “আমরা সামুদ ফ্লোটিলার পরিস্থিতি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। এই ঘটনায় সংশ্লিষ্ট একাধিক ব্রিটিশ নাগরিকের পরিবারের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে।”
বিবৃতিতে আরও বলা হয়, “ফ্লোটিলায় যে ত্রাণসামগ্রী রয়েছে তা যেন নিরাপদে গাজায় পৌঁছে দেওয়া যায়, সে দায়িত্ব মানবিক সহায়তাদানকারী সংস্থাগুলোর হাতে তুলে দেওয়া উচিত। ইসরায়েল সরকারের দায়িত্ব হচ্ছে গাজার ভয়াবহ মানবিক সংকটের সমাধান করা।”
যুক্তরাজ্য আরও জোর দিয়ে বলেছে,“এটি নিশ্চিত করতে হবে যে, ত্রাণ সহায়তার ওপর থাকা সব ধরনের নিষেধাজ্ঞা অবিলম্বে ও নিঃশর্তভাবে তুলে নেওয়া হয়, যাতে জাতিসংঘ ও এনজিওগুলো খাদ্য, ওষুধ এবং অন্যান্য জরুরি সহায়তা অসহায় মানুষের কাছে পৌঁছে দিতে পারে।”
এর আগে গ্লোবাল সামুদ ফ্লোটিলা নামের সংগঠনটি জানায়, তারা গাজায় মানবিক ত্রাণ — ওষুধ ও খাদ্য সরবরাহের জন্য একটি বহর পাঠিয়েছিল। তবে ইসরায়েলি নৌবাহিনী সেটি থামিয়ে দেয় এবং সক্রিয় আগ্রাসন চালায় বলে অভিযোগ করেছে সংগঠনটি।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/মুসা