গাইবান্ধার পলাশবাড়িতে পৃথক অভিযানে স্বামী-স্ত্রীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা শহরের উদয় সাগর এলাকা থেকে ৪৪ বোতল ফেনসিডিলসহ সুমন সরকার (৪৫) ও স্ত্রী আঞ্জুআরা বেগমকে (৩৮) এবং এর আগে সকাল সাড়ে ৭ টায় একই উপজেলার ডাকেরপাড়া এলাকা থেকে ৩৫ পিস ইয়াবাসহ অপর কারবারি বুলবুল মিয়াকে (৩৩) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সুমন সরকার উপজেলা শহরের উদয় সাগর এলাকার চান মিয়ার ছেলে ও আঞ্জুআরা বেগম তার স্ত্রী এবং বুলবুল মিয়া একই উপজেলার বেতকাপা ইউনিয়নের ডাকেরপাড়া এলাকার মৃত দেলোয়ার হোসনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। ওই সময় নিজ বাড়ি থেকে ৪৪ বোতল ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী সুমন সরকার ও আঞ্জুআরা বেগমকে এবং এর আগে সকাল সাড়ে ৭টার দিকে একই উপজেলার ডাকেরপাড়া এলাকা থেকে ৩৫ পিস ইয়াবাসহ বুলবুল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শাহ্ নেওয়াজ বলেন, উদ্ধারকৃত ৪৪ পিস ফেনসিডিলের বর্তমান বাজার মূল্য ১ লাখ ৩২ হাজার টাকা ও ৩৫ পিস ইয়াবার মূল্য ১০ হাজর ৫০০ টাকা। এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এএম