চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি এলাকায় মধ্যরাতে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ১৫ বছর বয়সী এক কিশোর গুলিবিদ্ধসহ অন্তত চারজন আহত হয়েছেন। বুধবার (১ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন- সাইফুল (২০), নুরুদ্দিন (২৪), আরমান (২৫) এবং গুলিবিদ্ধ কিশোর রিয়াদ হাসান (১৫)। তাদের সবাইকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে রিয়াদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্তদের ধরতে আমাদের অভিযান চলমান রয়েছে। তবে এখনো আহতদের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা করা হয়নি।’
বিডি প্রতিদিন/জামশেদ