কুমিল্লার চান্দিনায় নানার বাড়িতে পানিতে ডুবে মোহাম্মদ রাফি নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার কেরনখাল ইউনিয়নের নুরিতলা সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রাফি চৌদ্দগ্রাম উপজেলা সদরের বাবুল মিয়ার ছেলে। নিহতের মামা আবু হানিফ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয়রা জানান, বুধবার খেলতে গিয়ে সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে যায় রাফি। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পুকুরে ভাসতে দেখে। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।