বিজয়নগরে ফেসবুকে স্ট্যাটাসকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার হাজীপুর এলাকার পাঠান বাড়ি ও ঐক্কি বাড়ির লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার হাজীপুর গ্রামের পাঠান বাড়ি ও ঐক্কি বাড়ির দুই যুবকের মধ্যে ফেসবুকে কমেন্ট নিয়ে কথা কাটাকাটি হয়। এর জেরে গতকাল সকালে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ২৫ জন আহত হন।
বিজয়নগর থানার ওসি শহিদুল ইসলাম জানান, ‘ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’