পানি নিষ্কাশনের পথ ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে জয়পুরহাটের কালাই পৌরশহরের আঁওড়া মহল্লার মাঠের ৫০০ একরের বেশি আমন ধান খেত। রোপণের মাত্র কয়েকদিন পর এসব খেত পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন বিপুল সংখ্যক কৃষক। তবে কৃষি কর্মকর্তা বলছেন, দ্রুত পানি নেমে গেলেই ফসল রক্ষা হবে। আঁওড়া মহল্লার বাসিন্দা ডবলু মিয়া বলেন, ‘পানিতে তলিয়ে সব শেষ হয়েছে। কিস্তি তুলে পুকুরে মাছ ছেড়েছি, সব মাছ চলে গেছে। ফসলও ডুবে গেছে পানিতে। এখন কিস্তি দেব কীভাবে? পানি পার হচ্ছে না, পানি আরও বাড়তেছে।’ কালিমহর মহল্লার বাসিন্দা তানজিরুল ইসলাম রানা বলেন, ‘আলুর আবাদ করে দাম পাইনি। এবারও আগাম জাতের ধান আবাদ করেছি, রোপণের এক মাস যেতে না যেতেই পানিতে তলিয়ে গেছে। আবার চারা পাব কোথায়।’ সরেজমিন জেলার কালাই পৌরশহরের আঁওড়া মহল্লার মাঠে দেখা যায়, পানির নিচে ফসলের খেত। কৃষকরা জানান, দীর্ঘদিন ধরে যেদিক দিয়ে পানি নিষ্কাশন হতো, সে পথ বন্ধ হয়ে যাওয়ায় গড়ে পানি বৃদ্ধি পাচ্ছে। রোপণের শুরুতেই যে অবস্থা, তাতে তাদের লোকসান গুনতে হবে। আঁওড়া মহল্লার মকবুল হোসেন বলেন, ‘এই মাঠে দুই বিঘা ধান লাগিয়েছি। সার ও ওষুধও দিয়েছি। গাছগুলো সবুজ হয়ে উঠেছে। বুধবার রাতের বৃষ্টিতে সব ধান গাছ ডুবে গেছে। পচনও ধরেছে। পানি নিষ্কাশনের পথ যদি ভরাট না করত, তাহলে সঙ্গে সঙ্গেই পানি নেমে যেত। দু-এক দিনের মধ্যে পানি নামার ব্যবস্থা না করলে সব খেত নষ্ট হয়ে যাবে। আবার নতুন করে রোপণ করতে হবে। চারা পাব কোথায়? আমরা এখন কী করব।’ উত্তরপাড়া মহল্লার বাসিন্দা মেজবাহুল ইসলাম বলেন, রাস্তার পাশে পানি নিষ্কাশনের সব পথ ভরাট দেওয়ার কারণে মাঠের ফসল পানিতে তলিয়ে গেছে। কালাই উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, ‘শুধু আঁওড়াতেই নয়, পুরো উপজেলার বিভিন্ন স্থানে বৃষ্টির পানিতে ফসল তলিয়ে গেছে। উপজেলা সমন্বয় কমিটির সভায় আলোচনা হয়েছে। তদন্তপূর্বক দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- নেত্রকোনায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি, টিকাদান কার্যক্রম বন্ধ
- মাদারীপুরে আন্তর্জাতিক শিক্ষক দিবস পালিত
- নীলফামারীতে ঝড়ে তছনছ ৫ শতাধিক ঘরবাড়ি, আহত ৫০
- ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু
- বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন
- রেললাইনের পাশ থেকে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার
- মেহেরপুরে আন্তর্জাতিক শিক্ষক দিবস পালিত
- নির্বাচনে ইসিকে সহায়তা করবে জাতিসংঘ : গোয়েন লুইস
- বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
- শ্রীমঙ্গলে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার
- বাংলাদেশি শিল্পীর ক্যালিগ্রাফি স্থান পেল কুয়েতের গ্র্যান্ড মসজিদে
- ইতিহাস গড়ল বিটকয়েন
- মানিকগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি, আহত ১
- তফসিলের আগেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে পদযাত্রা
- নোয়াখালীতে স্বতন্ত্র বিভাগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
- ভাঙ্গায় আফসার হত্যার বিচার ও আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৫০৯৯ মামলা
- লালমনিরহাটে আকস্মিক ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড কয়েক গ্রাম, আহত ৩
- কুষ্টিয়ায় ৫ দফা দাবিতে সরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মকর্তাদের সংবাদ সম্মেলন
বন্ধ পানি নিষ্কাশনের পথ, তলিয়েছে ফসল
শামীম কাদির, জয়পুরহাট
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর