গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নুবহা জেনারেল হাসপাতালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি এ আদালত পরিচালনা করেন। জানা গেছে, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন হাসপাতালে অভিযান চালায়। অনিয়মের প্রমাণ পেয়ে হাসপাতালের পরিচালক মিলন মিয়াকে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নূরী তাসমিন ঊর্মি বলেন, ‘অভিযানে পাওয়া বিভিন্ন অনিয়মের প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।’