গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাইক্রোবাসের চাকার ভিতর থেকে ১১ কেজি গাঁজা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার ধাপেরহাট থেকে মাইক্রোবাসসহ গতকাল এ গাঁজা জব্দ করা হয়। এ সময় গাড়ি রেখে চালকসহ দুজন পালিয়ে যান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাইবান্ধা কার্যালয়ের উপপরিচালক শাহ নেওয়াজ বলেন, মাইক্রোবাসে দুজন মাদক পাচারকারী ছিলেন। এ ঘটনায় মামলা করা হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন খবরে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার একবারপুরে চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় সিগন্যাল না মেনে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মাইক্রোবাসটি। ধাওয়া করলে ধাপেরহাট ওভারব্রিজের নিচে গাড়ি ফেলে চালকসহ দুজন পালিয়ে যান। তল্লাশি চালিয়ে এক্সট্রা টায়ারের ভিতরে বিশেষ কৌশলে রাখা ১১ কেজি গাঁজা পাওয়া যায়।