নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে এক নারী নিহতের ঘটনায় সাঁড়াশি অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। সোমবার রাতের এ অভিযানে সোহেল মিয়া (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় গুলি, ৫টি বন্দুক ও বিভিন্ন অস্ত্র। গতকাল নরসিংদীর পুলিশ সুপার আবদুল হান্নান রায়পুরা থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। গ্রেপ্তার সোহেল শ্রীনগর গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে ৪টি হত্যাসহ ১২টি মামলা রয়েছে। পুলিশ সুপার জানান, রায়পুরার চরাঞ্চল শ্রীনগর ইউনিয়নের সায়েদাবাদ এলাকায় পূর্বশত্রুতার জেরে সোমবার দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মোমেনা বেগম (৪৫) নিহত ও তিনজন আহত হন। এ ঘটনার পর সোমবার রাতে সেনাবাহিনী, পুলিশ এবং র্যাব অভিযান পরিচালনা করে সন্ত্রাসী সোহেলকে গ্রেপ্তার করে। ৫টি বন্দুক, ২টি ম্যাগাজিন, ৩৪ রাউন্ড গুলি উদ্ধার করে।
সিসা কার্তুজসহ ফোন ও মোটরসাইকেল উদ্ধার করা হয়। অভিযানে সেনাবাহিনীর নেতৃত্ব দেন ৫৬ ইবি, নরসিংদী আর্মি ক্যাম্পের মেজর ইব্রাহীম আবদুল্লাহ আসাদ।