নারায়ণগঞ্জের বন্দরে সুলতানা আক্তার শান্তা নামে এক গৃহবধূকে হত্যায় স্বামী স্কুলশিক্ষক আমিরুল ইসলাম বাবুকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ এ রায় ঘোষণা করেন।
আমিরুল ইসলাম বাবু সোনারগাঁ বারুদী এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি বন্দর গার্লস স্কুলের শিক্ষক ছিলেন।
পারিবারিক কলহের জেরে ২০১৯ সালে স্ত্রী শান্তাকে হত্যা করেন আমিরুল ইসলাম বাবু।
আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। দীর্ঘ বিচার কার্যক্রম শেষে আদালত এ রায় ঘোষণা করেন।