দেশের বিভিন্ন এলাকায় গতকাল সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ ছয়জন মারা গেছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
চট্টগ্রাম : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সোনাপুর এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় জামাল উদ্দিন নামে এক চালকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। জামাল উদ্দিনের বাড়ি ফটিকছড়ির ভুজপুর থানার বাগানবাজার ইউনিয়নে।
সিরাজগঞ্জ : উল্লাপাড়ায় বালসাবাড়ি জোড়া ব্রিজের রেলিং ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্যাংকলড়ি উল্টে চালকের মৃত্যু হয়েছে। গতকাল বিকালে এ দুর্ঘটনা ঘটে। তার নাম সোহাগ আলী (৩৫)। লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে পিকআপের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে রাকিব (২৮) নামে এক যুবক মারা গেছেন। গতকাল দুপুরে লক্ষ্মীপুর-মজুচৌধুরীর হাট সড়কের জনকল্যাণ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় তসলিম (৩২) নামে একজন আহত হন। দিনাজপুর : বিকালে দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের বিরলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সোহেল রানা (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঝিনাইদহ : সকালে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কে শ্যালো ইঞ্জিনচালিত আলমসাধুর সঙ্গে সংঘর্ষে রুহুল আমিন (৪০) নামে মোটরসাইকেল চালক মারা গেছেন। ফরিদপুর : সকালে সদরপুরে ইজিবাইকের ধাক্কায় আবদুল্লাহ মল্লিক (৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।