ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ের মালামালসহ ইয়াছিন মিয়া (২৪) নামে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে তাকে আটক করা হয়। গতকাল তার বিরুদ্ধে মামলা করে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে পাঠানো হয়। ওসি শফিকুল ইসলাম বলেন, ‘৫১টি সিগন্যাল জাম্পার, দুটি সিগন্যাল বক্স কভার, দুটি সিগন্যাল কানেক্টিং ক্যাবল, তিনটি ক্যাবল খণ্ডসহ ইয়াছিনকে আটক করা হয়।
তিনি কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত হাছু মিয়ার ছেলে। উদ্ধার করা মালামালের দাম আনুমানিক ৩০ হাজার টাকা।’