লক্ষ্মীপুরে শ্বশুরবাড়ি থেকে গতকাল এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্বশুর বাড়ির লোকজন তাকে হত্যা করেছে বলে অভিযোগ নিহতের স্বজনদের। একই দিন সিলেটের জঙ্গলে ঝুলন্ত এবং গোপালগঞ্জে রেললাইনের ওপর থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে নিহত গৃহবধূর নাম কুলছুমা আক্তার কল্পনা (৩০)। গতকাল সদর উপজেলার চরশাহী ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের মনু মিয়ার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহতের পায়ে শ্বশুর দেবর ননদসহ চারজনের নাম লেখা রয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। কল্পনা লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের শহীদপুর গ্রামের প্রবাসী মোহাম্মদ রোমনের স্ত্রী। আট দিন আগে কল্পনার কন্যা সন্তান হয়েছে।
কল্পনার ভাই আলমগীর বলেন, ‘পারিবারিক বিষয় নিয়ে শ্বশুর খোরশেদ আলম ও শাশুড়িসহ তাকে নানাভাবে নির্যাতন করত। তারাই তাকে হত্যা করেছে।’ নিহতের শ্বশুর খোরশেদ জানান, ‘সিজারের টাকা নিয়ে কথা কাটাকাটি হয়েছে। তবে কেই তাকে মারধর করেনি।’ চন্দ্রগঞ্জ থানার ওসি ফয়জুল আজীম বলেন, ‘পুলিশ তাকে ফাঁস নেওয়া অবস্থায় পায়নি। তদন্ত চলছে।’ সিলেট : সিলেটে জঙ্গলের ভিতর মঞ্জুর আহমেদ নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। দুপুরে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামের একটি জঙ্গল থেকে পচন ধরা লাশটি উদ্ধার করা হয়।
গোপালগঞ্জ : গোপালগঞ্জে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত (৫০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।