ফরিদপুরের ভাঙ্গায় রাজধানীতে জামায়াতের জাতীয় সমাবেশগামী একটি বাস দুর্ঘটনায় দুজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। এ ছাড়া সড়ক দুর্ঘটনায় খুলনায় বৃদ্ধ এবং গাজীপুরে ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
ভাঙ্গা (ফরিদপুর) : শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে ভাঙ্গা মডেল মসজিদের কাছে খুলনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। তাঁরা হলেন খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু সাঈদ (৫২) ও দাকোপের বানিশান্তা এলাকার মোহাম্মদ আমানত শেখ (৫৫)।
খুলনা : খুলনার পাইকগাছায় ইটবোঝাই ট্রলির ধাক্কায় মোকসেদ আলী (৭২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি পাইকগাছার রাড়ুলী এলাকার বাসিন্দা। গতকাল দুপুরে বাড়ি থেকে সাইকেল চালিয়ে নিজের মাছের ঘেরে যাওয়ার পথে বোরহানপুর গ্রামের রাস্তায় একটি ইটবোঝাই ট্রলির ধাক্কায় তাঁর মৃত্যু হয়।
গাজীপুর : কালিয়াকৈরে সিমেন্ট মিক্সার গাড়ির চাপায় রুদ্র সরকার (২৫) নামে এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার ফুলবাড়িয়া-মাওনা সড়কে এ দুর্ঘটনা ঘটে। রুদ্র উপজেলার পালপাড়া গ্রামের রাধে সরকারের ছেলে।
টঙ্গী (গাজীপুর) : গাজীপুরের টঙ্গীতে বালুবোঝাই একটি ট্রাক ট্রাফিক পুলিশ বক্স ভেঙে ভিতরে ঢুকে পড়ে। এতে ট্রাফিক পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ও একজন কনস্টেবল আহত হয়েছেন। গতকাল ভোরে টঙ্গীর কলেজগেট এলাকায় এ ঘটনা ঘটে।