এশিয়া কাপের গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করতে নেমে বিপাকে পড়েছে আফগানিস্তান। বৃহস্পতিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেওয়া আফগানরা ১৪.১ ওভারে ৯১ রানে ৬ উইকেট হারিয়ে বসেছে।
প্রথম দিকে দ্রুত রান তুললেও টপ অর্ডারের বিপর্যয়ে চাপে পড়ে আফগানিস্তান। ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ৮ বলে ১৪ রান করলেও নুয়ান তুশারার বলে আউট হন। একই বোলার সাজঘরে ফেরান করিম জানাতকেও। সেদিকুল্লাহ আতালও বেশিক্ষণ টিকতে পারেননি।
দলীয় ৭৯ রানে ইব্রাহিম জাদরানের (২৪ বলে ২৭) বিদায়ের পর বড় বিপদে পড়ে আফগানিস্তান। এ সময় থেকে একের পর এক উইকেট হারাতে থাকে তারা।
শেষ খবর পাওয়া পর্যন্ত, অধিনায়ক রশিদ খান ১০ রানে অপরাজিত আছেন। সঙ্গে আছেন অভিজ্ঞ মোহাম্মদ নবী, তিনি করেছেন ৩ রান।
শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে সফল বোলার নুয়ান তুশারা, তিনি মাত্র ১২ রানে তুলে নিয়েছেন ৩ উইকেট। এছাড়া দুনিথ ভেলালাগে, দুশমনতা চামিরা ও দাসুন শানাকা প্রত্যেকে একটি করে উইকেট শিকার করেছেন।
লাইভ উইন প্রোবাবিলিটি অনুযায়ী এই মুহূর্তে ম্যাচে শ্রীলঙ্কার জয়ের সম্ভাবনা ৮১ শতাংশ, আফগানিস্তানের ১৯ শতাংশ। এই ম্যাচ জিতলেই সুপার ফোরে জায়গা পাকা করবে শ্রীলঙ্কা। অন্যদিকে আফগানিস্তানের টিকে থাকতে হলে ব্যাট হাতে বড় কিছু করতেই হবে।
বিডি প্রতিদিন/আশিক