রংপুরে ট্রাক ও পুলিশের টহল গাড়িতে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মাদারীপুর ও ঢাকার কেরানীগঞ্জে সড়কে প্রাণ গেছে আরও দুজনের। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
রংপুর : পীরগঞ্জ উপজেলার বিশমাইল এলাকায় বুধবার রাতে ট্রাক ও পুলিশের টহল গাড়িতে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন প্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন- টাঙ্গাইলের ধনবাড়ীর বলদি আটা গ্রামের আলমগীর হোসেন (৪১) ও জামালপুর সদরের হাজীপাড়া বজ্রাপুর গ্রামের আশরাফুল আলম (৪০)। এ ঘটনায় আহত হয়েছেন দুই পুলিশ সদস্যসহ ১০ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাদারীপুর : ডাসারে পিকআপ উল্টে মারা গেছেন নুর নবী (২০) নামে এক ডিম ব্যবসায়ী। এ সময় চালকসহ আহত হয়েছেন দুজন। শশীকর-ভুরঘাটা সড়কে গতকাল ঘটে এ দুর্ঘটনা। আহতদের কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত নুর নবী পিরোজপুরের নাজিরপুর উপজেলার বাসিন্দা।কেরানীগঞ্জ : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া সড়কে দুই ট্রাকের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় গতকাল ভোররাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, মাওয়া থেকে ঢাকাগামী একটি ট্রাক দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। পেছনের ট্রাকটিতে থাকা একজন ঘটনাস্থলেই মারা যান।