দেশের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- চট্টগ্রাম : টাইগারপাস মোড় এলাকায় মঙ্গলবার রাতে গাড়ির ধাক্কায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। সিলেট : প্রাইভেট কার ও অটোরিকশার সংঘর্ষে রুহিন আহমদ (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। পাবনা : বেড়ায় ট্রাকের ধাক্কায় মোজাম্মেল হক (৫৫) নামে এক অটোভ্যানচালক নিহত হয়েছেন। মেহেরপুর : ট্রাকচাপায় সরফরাজ খান সোনা (৫৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বগুড়া : শাজাহানপুরের বি-ব্লক এলাকায় মঙ্গলবার রাতে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী বাসের আট যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।