ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল এ অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জের সোনারগাঁ ইউএনও ফারজানা রহমান। উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনীম, কাঁচপুর হাইওয়ে থানার ওসি আবদুল কাদের জিলানী, কাঁচপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ-আলম প্রমুখ।