কুমিল্লার মুরাদনগরে এক ছাত্রীকে ইভ টিজিংয়ের অভিযোগে বিদ্যালয়ে হামলা চালিয়েছে বহিরাগতরা। এতে দুই শিক্ষকসহ অন্তত ১৫ জন আহত হন। গতকাল উপজেলার পরমতলা শব্দর খান উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। জানা যায়, বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ইভ টিজিংয়ের অভিযোগ ওঠে নবম শ্রেণির ছাত্র বাকি বিল্লাহর বিরুদ্ধে। এ অভিযোগ করে বিদ্যালয় থেকে বাকি বিল্লাহকে তুলে নিতে আসে ওই ছাত্রীর ভাইসহ কয়েকজন। কিন্তু বাকি বিল্লাহকে না পেয়ে তার সহপাঠী ও শিক্ষকদের ওপর হামলা করে।
এ ঘটনায় দুই শিক্ষকসহ অন্তত ১৫ জন আহত হন। পরে পুলিশ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ওসি মো. জাহিদুর রহমান জানান, বিদ্যালয়ে হামলাকারীদের থানায় আনা হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক এবং কিছু শিক্ষার্থীকেও ডাকা হয়েছে। তারা এলে যে সিদ্ধান্ত নেওয়া হবে, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।