নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সুমি আক্তার নামে এক কর্মীর বিরুদ্ধে কর্মচারী লাঞ্চনার অভিযোগ তুলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মচারীরা। গতকাল সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে এ কর্মবিরতি শুরু হয়। বক্তব্য দেন আবদুন নুর, জয়নুল আবেদীন প্রমুখ।
অভিযোগ করা হয় দৈনিক হাজিরাভিত্তিতে নিয়োগপ্রাপ্ত সুমি আক্তার কল্পনার কাছে জিম্মি হয়ে পড়েছে জেলা শিক্ষা অফিস। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কুমারেশ চন্দ্র গাছির সঙ্গে সু-সম্পর্ক তৈরি হওয়ায় অফিসের সব কাজে হস্তক্ষেপ করছে সুমি।
ডোমার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী আবদুন নুর বলেন, মঙ্গলবার সকালে বিদ্যালয়ে প্রদানের জন্য স্পিকার নিতে জেলা অফিস আসি। এখানে কর্মচারী সুমি আমার সঙ্গে দুর্ব্যবহার করেন, অকথ্য ভাষায় গালাগাল করেন। বহিরাগত কিছু মানুষ এনে আমাকে লাঞ্চিত ও অবরুদ্ধ করে রাখেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সুমি আক্তার জানান, আমার বিরুদ্ধে মিথ্যে কথা ছড়ানো হচ্ছে। অফিসের কর্মচারীরা দুর্নীতিতে জড়িত। আমি প্রতিবাদ করায় আমার নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। উল্টো তারাই আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কুমারেশ চন্দ্র গাছি বলেন, বিষয়টি সমাধানের জন্য আজকে (বুধবার) বসার কথা ছিল কিন্তু কর্মচারীরা কর্মসূচিতে গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।