সিরাজগঞ্জ পৌর শহরের মাছুমপুর মহল্লার আবদুস সামাদের মাছের পুকুরে রাতের আঁধারে কে বা কারা গ্যাস ট্যাবলেট দিয়েছেন। এতে পুকুরের সব মাছ মরে যাচ্ছে। তিন দিনে ছোট ও মাঝারি আকারে পাঙাস, সিলভার, তেলাপিয়া ও লাইলন টিকা, রুই, মৃগেল ও কাতল জাতের প্রায় ৭০ মণ মাছ মারা গেছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ী আবদুস সামাদ। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোয়ার হোসেন বলেন, ‘মৎস্য অফিসের সঙ্গে কথা বলে যতটুকু সহযোগিতা করা সম্ভব তা করা হবে।’