নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে তারুণ্যের উৎসব উদ্যাপন করা হয়েছে। উৎসব উপলক্ষে গতকাল জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ, হিতৈষী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং সোনালী ব্যাংক পিএলসি ফরিদপুর অঞ্চলের শাখায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে র্যালি বের হয়। র্যালিপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তৃতা করেন তানজিমুল ইসলাম, শেখ আমির খসরু প্রমুখ।