চুয়াডাঙ্গায় নিজ ঘর থেকে গুলশান আরা চমন (৫৫) নামের এক বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে পৌর এলাকার হকপাড়ার ভাড়া বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। গুলশান আরা চমন ওই এলাকার মৃত মহিউদ্দীন জোয়ার্দারের স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানান, হকপাড়ার একটি ভাড়া বাড়িতে একাই থাকতেন বৃদ্ধা। গত দুই দিন থেকে তার সাড়াশব্দ না পেয়ে ঘরে খুঁজতে যান প্রতিবেশীরা। বাইরে থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন তারা। পুলিশ তার ঘরের দরজা ভেঙে রক্তাক্ত অবস্থায় অর্ধগলিত লাশ উদ্ধার করে। সদর থানার ওসি খালেদুর রহমান জানান, লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।