বগুড়ায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধারসহ দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের চকসূত্রাপুর এলাকার বাশফোঁড় কলোনিতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ১৬৬ বোতল কেরু মদ, ৩০ বোতল দেশীয় মদ ও ৪৫ কেজি গাঁজা জব্দ করা হয়। আটকরা হলেন—বাশফোঁড় কলোনির হরিজন রনি (৩৫) ও হরিজন শান্ত (২৫)।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইকবাল বাহার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেলা সাড়ে ১২টার দিকে যৌথবাহিনী অভিযান চালায়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা ঘরের দরজায় তালা দিয়ে পালিয়ে যায়। পরে তালা ভেঙে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, মাদকসহ দুইজনকে আটক করা হয়েছে এবং এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/হিমেল