খাগড়াছড়ির পানছড়িতে ভূতুরে বিদ্যুৎ বিলের প্রতিবাদে ক্ষুব্ধ গ্রাহকরা উপসহকারী প্রকৌশলী চঞ্চল চৌধুরীকে অফিস থেকে ধরে স্থানীয় সেনা ক্যাম্পে নিয়ে যান।
আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা অভিযোগ করেন, গত কয়েক সপ্তাহ ধরে পানছড়ির বিভিন্ন এলাকায় মিটার রিডিংয়ের তুলনায় অস্বাভাবিক বিদ্যুৎ বিল দেওয়া হচ্ছে। বিদ্যুৎ অফিসে অভিযোগ করেও সমাধান না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা এ পদক্ষেপ নেন।
পরে সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তারা গ্রাহকদের জানান, যাদের বিল অস্বাভাবিক হয়েছে তারা বিলের কপি জমা দিলে দ্রুত সমাধান করা হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ