চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকা ও কেবি ফজলুল কাদের রোডে অবৈধভাবে সড়ক ও ফুটপাত দখল করে বসানো ৩০টি দোকান উচ্ছেদ করা হয়েছে। গতকাল দুপুরে অভিযান চালিয়ে এসব দোকান উচ্ছেদ করা হয়। অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করায় এসব উচ্ছেদ করা হয়।