বিশ্বব্যাপী জলবায়ু কর্ম সপ্তাহ উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা আভাস ও তারুণ্যের কলাপাড়া।
প্রায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধনে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন। এ সময় তারা হাতে ধরে রাখেন প্ল্যাকার্ড— “নবায়নযোগ্য শক্তি ব্যবহার করো, পৃথিবীকে ভালোবাসো”, “জলবায়ু রক্ষা, জীবন রক্ষা” ইত্যাদি স্লোগান সম্বলিত।
পরে সংক্ষিপ্ত আলোচনায় তারুণ্যের কলাপাড়ার সভাপতি রাকায়েত আহসান বলেন, এখনই সময় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
বিডি প্রতিদিন/হিমেল