মাগুরার মহম্মদপুর উপজেলার জাঙ্গালিয়া গ্রামে চুরির অভিযোগে ইস্রাফিল (৪০) নামে এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। নিহত ইস্রাফিল ওই গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোরে তিনটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৬০০ টাকা চুরির অভিযোগে সকাল সাড়ে ৬টার দিকে গ্রামবাসী তাকে নিজ বাড়ি থেকে ধরে পিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় পুলিশ উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মহম্মদপুর থানার ওসি মো. আব্দুর রহমান বলেন, ইস্রাফিলকে স্থানীয়রা চুরির অভিযোগে অভিযুক্ত করে গণপিটুনি দিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ইস্রাফিলের নামে থানায় পূর্বে মামলা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ