সোনারগাঁয়ে শরীর ম্যাসাজ করে না দেওয়ায় মাদরাসা ছাত্রকে নির্যাতনের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। উপজেলার পৌর এলাকার একটি মাদরাসা ও এতিমখানার শিক্ষক মনির হোসেনের বিরুদ্ধে এ অভিযোগ ওঠে। এ ঘটনায় গতকাল ভুক্তভোগীর মা সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করেন। ওই ছাত্রের নাম ইমরান হোসেন (১০)। গত শুক্রবার রাতে তাকে নির্যাতন করা হয়। ভুক্তভোগীর মা মোসলেমা আক্তার জানান, শুক্রবার রাতে ইমরান লেখাপড়া শেষে অন্যদের সঙ্গে ঘুমাতে যায়। তখন শিক্ষক মনির তাকে ঘুম থেকে ডেকে শরীর ম্যাসাজ করে দিতে বলেন। ওর শরীর খারাপ থাকায় অন্য এক সহপাঠীকে ডাকলে তিনি ক্ষিপ্ত হয়ে বেত দিয়ে পেটান এবং প্রাণনাশের হুমকি দেন। ভয়ে চিৎকার করলে তিনি ইমরানের মুখ চেপে ধরে অচেতন করে ফেলেন এবং তিন দিন একটি কক্ষে আটকে রাখেন। গতকাল ছেলেকে দেখতে মাদরাসায় গেলে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় পান। পরে বিষয়টি তিনি মাদরাসা কর্তৃপক্ষকে জানান। তারা মীমাংসা করার প্রস্তাব দেয়। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খাঁন বলেন, তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’