কুষ্টিয়ার মিরপুর উপজেলার একটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার স্বরূপদহ পালপাড়া কালী মন্দিরে রবিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। মন্দির কমিটির সভাপতি অমরেশ ঘোষ বলেন, কার্ত্তিক ও সরস্বতী প্রতিমার মাথা, হাত ভাঙচুর করা হয়েছে। কে বা কারা কেন এ ঘটনা ঘটিয়েছে তারা বুঝতে পারছেন না। অমরেশ ঘোষ আরও বলেন, টিনশেডে ঘেরা অস্থায়ী মন্দিরটি রাতে পাহারা দেওয়া হয়। রবিবার রাতে লোডশেডিংয়ের সময় মন্দিরে গিয়ে দেখতে পাই প্রতিমা ভাঙা। সামনে দুর্গাপূজা। প্রতিমার মাটির কাজ শেষ হয়েছে। গতকাল থেকে রঙের কাজ শুরু হওয়ার কথা ছিল। মিরপুর থানার ওসি মোমিনুল ইসলাম বলেন, পুলিশ ও প্রসাশনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুদীপ্ত সরকার জানান, এ ঘটনায় তদন্ত চলছে।