‘স্বাস্থ্য, বিজ্ঞান ও মানবতার সেতুবন্ধন’-প্রতিপাদ্য নিয়ে আগামী ৪ ডিসেম্বর সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতাল সামিট ২০২৫ অনুষ্ঠিত হবে। এতে দেশি-বিদেশি গবেষক ও চিকিৎসা বিজ্ঞানীরা অংশ নেবেন।
এ উপলক্ষে আজ মঙ্গলবার সাউদার্ন মেডিকেল কলেজে কনফারেন্সের লোগো, থিম ও ব্যানার উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জয়ব্রত দাশ, অর্গানাইজিং সেক্রেটারি অধ্যাপক ডা. মেহেরুন্নিছা খানম, পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আব্দুস সালাম, ব্যবস্থাপনা পরিচালক জাফরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ডা. অজয় দেব, বিএমডিসি সদস্য ডা. খুরশীদ জামিল চৌধুরী প্রমুখ।
আয়োজকরা জানান, এই সম্মেলনে দেশি-বিদেশি গবেষক ও চিকিৎসকরা চিকিৎসা বিজ্ঞানের সাম্প্রতিক অগ্রগতি নিয়ে আলোচনা করবেন। শিক্ষার্থীরা এতে অংশ নিয়ে সরাসরি গবেষণা ও জ্ঞান অর্জনের সুযোগ পাবেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ